দেশজুড়ে

ছাত্রলীগ নেতাকর্মীর অপকর্ম বরদাস্ত করা হবে না

ছাত্রলীগের নেতাকর্মীদের পড়ালেখার পাশাপাশি দলের গঠনতন্ত্র মেনে সংগঠন করার আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, কোনো ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে কোনো প্রকার অপকর্ম বরদাস্ত করা হবে না।

বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলার মিলনকেন্দ্র মুলাডুলিতে ছাত্রলীগের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

তিনি বলেন, ঈশ্বরদীর ছাত্রলীগ নষ্ট হয়ে গিয়েছিল। সন্ত্রাস, চাঁদাবাজি, সিন্ডিকেট করে টিআর প্রকল্পের টাকা আদায় ও লাখ লাখ টাকা নিয়ে মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করাসহ নানা অপকর্মে লিপ্ত ছিল। এখন ছাত্রলীগে সে অবস্থা নেই। কোনো ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে অপকর্মের অভিযোগ উঠলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মালিথার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নায়েব আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু প্রমুখ।

আলাউদ্দিন আহমেদ/এএম/আরআইপি