নীলফামারীতে পুলিশের ব্লক রেইড অভিযানে ১০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ১০৫ জনের মধ্যে মাদক মামলায় ৭০ জন, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক পাঁচজন, প্রকাশ্য জুয়া আইনে তিনজন, অন্যান্য মামলায় একজন, জিআর মামলায় ১৫ জন, সিআর মামলায় একজন, ১৫১ ধারায় দুইজন, পুলিশ আইন ৩৪ ধারায় আটজন গ্রেফতার করা হয়েছে।
নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান জাগো নিউজকে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের শুক্রবার সকালেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জাহেদুল ইসলাম/আরএআর/পিআর