অর্থনীতি

বান্দরবানে কৃষি ব্যাংকের কৃষি ঋণ বিতরণ

বান্দরবানে কৃষি ব্যাংকের উদ্যোগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ে এ কৃষি ঋণ বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের উপ-মহাব্যবস্থাপক এ কে এস মুরশেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, বান্দরবান আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ারুল কবীর, বান্দরবান শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ, কুহালাং ইউনিয় পরিষদ চেয়ারম্যান সা ন প্রু এবং জেলা সদরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুচিত্র তঞ্চঙ্গ্যা। চট্টগ্রামের উপ-মহাব্যবস্থাপক এ কে এস মুরশেদ বলেন, সরকার কৃষকদের স্বার্থে সহজভাবে যে ঋণ বিতরণ করছে তা যথাযতভাবে পালন করছে কৃষি ব্যাংক। এছাড়াও তিনি বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের কারণেই নেপালে খাদ্য পাঠানো সম্ভব হয়েছে।এদিকে কৃষি ব্যাংকে সফলতা তুলে ধরে বান্দরবান আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ারুল কবীর জানান, চলতি ২০১৪-১৫ অর্থ বছরে কৃষি ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ১৩.২৯ কোটি টাকার বিপরীতে এ সময় পর্যন্ত ৩৩১৫ জন কৃষকের মাঝে শস্য, মৎস্য, প্রাণি সম্পদসহ এসএমই ও আমদানি বিকল্প শস্য উৎপাদনের জন্য ১২.২৮ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে, বিতরণের হার ৯২%। এছাড়াও তিনি বলেন, আদায়যোগ্য কৃষি ঋণ ১৪.১০ কোটির বিপরীতে আদায় হয়েছে ১২.১৬ কোটি টাকা, আদায়ের হার ৮৬%।পরে বান্দরবানে আদা, কলা চাষ ও আউশ ফসল উৎপাদনের জন্য ৪৩ জন কৃষকের মাঝে ১৫ লাখ ১৮ হাজার টাক কৃষি ঋণ বিতরণ করা হয়।সৈকত দাশ/এমজেড/পিআর