কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাপের কামড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে পাকুন্দিয়া পৌর এলাকার হাপানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আমিনুল ইসলাম হিমেল ওরফে আসাদ (২৪)। সে হাপানিয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে এবং কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার শেষ রাতের দিকে আসাদ তার অন্য দুই ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যায়। এসময় তাকে সাপে কামড় দেয়। ভোরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাপতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।নূর মোহাম্মদ/এসএস/আরআইপি