দেশজুড়ে

নরসিংদীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ : নিহত ২

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ যাত্রী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বিসিক শিল্পনগরীর আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতদের মধ্যে একজন হলেন, শিবপুর উপজেলার সোনাকুড়া সিঅ্যান্ডবি গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী রহিমা আক্তার (৩৫)। অপর জনের নাম-পরিচয় জানা যায় নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সততা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ভৈরব যাচ্ছিলো। অপরদিকে মনোহরদী থেকে নরসিংদীগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বিসিক শিল্পনগরীর আমতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আশপাশের লোকজন দুর্ঘটনাকবলিত সিএনজি থেকে রহিমা আক্তার, মনোহরদীর শফিকুল ইসলাম, আলম, সেলিমসহ আরও অজ্ঞাত ২ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক এদের মধ্যে রহিমা ও অজ্ঞাত এক ব্যক্তিকে মৃত ঘোষণা করে।হাইওয়ে পুলিশের ইটাখোলা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।সঞ্জিত সাহা/এসএস/পিআর