দেশজুড়ে

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জামসহ আটক ৭

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক সরঞ্জামসহ ৭ যুবককে আটক করা হয়েছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা সোমবার রাতভর অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে র‌্যাব-১৪ কার্যালয়ে অধিনায়ক মেজর মো. রিয়াদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।আটকরা হচ্ছেন, ভাঙ্গারি দোকানের মালিক আলাউদ্দিন (৪৫), চোরাই মাল বিক্রেতা মো. ফখরুল আলম (৪২), চোরাই সাইকেল বিক্রেতা মো. আল আমিন (২৬), মো. রাজীব ওরফে বাপ্পি (২০), খলিল উল্লাহ (২০) ও রাসেল মিয়া (২০)।র‌্যাব জানায়, সোমবার সন্ধ্যায় গোপনে খবর পেয়ে শহরের তারাপাশা এলাকা থেকে বৈদ্যুতিক সামগ্রী চুরির মূল হোতা সানাউল্লাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী এক ভাঙ্গারি ব্যবসায়ী ও চোরাই মোটরসাইকেল ক্রেতাসহ আরো ৬ যুবককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক মিটার, মোবাইল ফোন, ৪টি সাইকেল, বিদ্যুতের কয়েকসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।নূর মোহাম্মদ/এসএস/পিআর