দেশজুড়ে

ঝিনাইদহে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৭৯

ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করে ৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপী সন্ত্রাস, নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই অংশ হিসেবে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ১ জামায়াত কর্মীসহ ২৩ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন, শৈলকুপা ২৪ জন, কালিগঞ্জ থেকে ১১ জন, মহেশপুর থেকে ১১ জন, কোটচাঁদপুর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৯০ কেজি দেশী মদ ও ৩০ গ্রাম গাঁজা। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এএম/জেআইএম