দেশজুড়ে

মাগুরায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মাগুরার শালিখা উপজেলার ছোট থৈয়পাড়া গ্রাম থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহের দু’হাত ও মুখ গামছা দিয়ে বাঁধা এবং মাথায় আঘাতের চিহ্ন ছিলো।শালিখার সিংড়া পুলিশ ক্যাম্পের আইসি উপ-পরিদর্শক (এএসআই) রওশন জাগো নিউজকে জানান, শালিখার ছোট থৈয়পাড়া গ্রামের আড়পাড়া-ঝিনাইদহ সড়কের পাশে অজ্ঞাত (৪০) ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে মরদেহের মুখ ও হাত গামছা দিয়ে বাঁধা ছিলো। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া আঘাতের ফলে মাথার ঘিলু বের হয়ে গেছে। এলাকাবাসী কেউ লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি। পুলিশের ধারণা করছে, দূরবর্তী কোন স্থানে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।এ ব্যাপারে শালিখা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ মরদেহের পরিচয় ও হত্যার কারণ এবং হত্যাকারীদের চিহি্নত করতে তদন্ত শুরু করেছে। মো. আরাফাত হোসেন/এসএস/এমএস