দেশজুড়ে

‘অতীতের যেকোনো সময়ের তুলনায় সমৃদ্ধ বিজিবি’

খাগড়াছড়িতে সুসজ্জিত ক্ষদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি আদর্শ বিওপিতে এ ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করা হয়।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বিজিবি অনেক সমৃদ্ধ। সেই সঙ্গে বেলছড়ি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ বিজিবি সদস্যদের অস্ত্র চালনায় নিয়মিত প্রশিক্ষণ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, খাগড়াছড়ির দুর্গম বিওপিতে এমন একটি সুসজ্জিত ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের জন্য বিজিবি গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল জাভেদ সুলতান, বিজিবিএমএস এবং পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদসহ ৪০ বিজিবির জওয়ানদের ধন্যবাদ জানান তিনি।

এসময় গুইমারা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল এম. জাহিদ উর রশীদ, গুইমারা সেক্টরের সহকারী পরিচালক মেজর হামিদ-উর-রহমান ও পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে পলাশপুর জোনের আওতাধীন শফিটালা বিওপিতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সৈনিক কল্যাণে অন্তঃপ্রাণ বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম।

মুজিবুর রহমান বুইয়া/এএম/এমএস