কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের তিনদিন পর শিশু নুরুন্নবীর (৭ মাস) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত শনিবার উপজেলার সম্ভুপুর এলাকার পাদুকা শ্রমিক বাছির মিয়ার ছেলে নুরুন্নবীকে ঘুমন্ত অবস্থায় কে বা কারা নিয়ে যায়। এ সময় তার মা শিল্পি বেগম শিশুটিকে ঘরে রেখে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। পরে তিনি এসে তার ছেলেকে ঘরে না পেয়ে কান্নাকাটি শুরু করেন। অনেক খোঁজাখুঁজি করেও সন্তানকে খুঁজে পাননি তারা।
প্রতিবেশীরা জানান, ঘটনার সময় একজন ভিক্ষুক ওই বাড়িতে এসেছিল। সোমবার দুপুরে পাশের বাড়ির একটি ছেলে জমিতে ওই শিশুর মরদেহ দেখে তার বাবা-মাকে খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে শনাক্ত করেন। পরে ভৈরব থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠিয়েছে।
ভৈরব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আবু তাহের জানান, শিশুটি দুদিন আগে হারিয়ে গেলেও তার বাবা মা থানায় কোনো জিডি করেনি। তবে খবর পেয়ে তারা শিশুটির মরদেহ শনাক্ত করে।
আসাদুজ্জামান ফারুক/আরএআর/পিআর