নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুতুরা-আমবাড়ী সড়কের পলাশহাটি গ্রামে সেতুর সংযোগ সড়ক না থাকায় চরম দুর্ভোগের পড়েছেন পাঁচটি গ্রামের মানুষ।
নেত্রকোনা এলজিইডি’র অর্থায়নে নির্মানাধীন সেতুটির কাজ শেষ হলেও দু’পাশের অ্যাপ্রোচ সড়কে মাটি ভরাট করা হয়নি। তাই অ্যাপ্রোচ সড়কে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলা, মনকান্দিয়া, পলাশহাটি, রামনাথপুর ও আমবাড়ী গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র সড়ক এটি। সড়কের দু’পাশে সংযোগ স্থলে মাটি না থাকায় হাজার হাজার মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সেতুটি নির্মাণ হলেও কোনো কাজেই আসছে না। যেকোনো মুহূর্তে এখানে বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলেও জানান স্থানীয়রা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী প্রকৌশলী হায়দার আলী মিয়া জানান, স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি বলা হয়েছে। তবে মাটির অভাবে কাজটি করা যাচ্ছে না। কাজটি জুন মাসের আগেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ যায়নি।
এ বিষয়ে কলামাকান্দা উপজেলার পোগলা ইউপি চেয়ারম্যান রফিক আহমেদের মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
কামাল হোসাইন/আরএআর/পিআর