দেশজুড়ে

ঝিনাইদহে ১৭০টি গাঁজার গাছ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রত্নাহাট গ্রাম থেকে ১৭০টি গাঁজার গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার সকালে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় মকবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক মকবুল ওই গ্রামের মৃত বদিয়ার হোসেনের ছেলে।

ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে মকবুলকে আটক করা হয়। এসময় মকবুলের বাড়ির পেছনে চাষ করা ১৭০টি গাঁজার গাছ জব্দ করা হয়।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/পিআর