জাতীয়

হোটেল সুন্দরবন রক্ষায় ভারী যন্ত্রের ব্যবহার

মারাত্মক ঝুঁকিতে থাকা হোটেল সুন্দরবন এবং ওই এলাকার ভবন রক্ষার জন্য প্লেডার ও ডাম্প ট্রাকের মতো ভারী যন্ত্র ব্যবহার করে বালুর বস্তাদিয়ে ড্যাম্পিংয়ের কাজ করা হচ্ছে। বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হোটেল সুন্দরবনের বর্ধিত ভবন নির্মাণের জন্য করা গর্তে ওই এলাকার ভবন ও হোটেল সুন্দরবন দেবে গেছে। ফলে মারাত্মক ঝুঁকিতে থাকা ওই ভবনগুলোকে রক্ষার জন্য বুধবার দুপুরে প্রাথিমিকভাবে বালুর বস্তাদিয়ে ড্যাম্পিংয়ের কাজ শুরু করা হয়। তবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপের অংশ হিসেবে ভারী যন্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে রাজউক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান।জানা গেছে, রাজউকের এ কাজে সহায়তা করবে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ন্যাশনাল ব্যাংক ও আবুল মোনায়েম গ্রুপ।উল্লেখ্য, বুধবার সকালে হোটেল সুন্দরবনের সঙ্গে লাগোয়া উত্তর পাশের খালি জমিতে বর্ধিত ভবন নির্মাণের জন্য করা বড় গর্তে হঠাৎ করে রাস্তার একটি অংশ দেবে যায়।  মাটি সরে গিয়ে ভবনের নিচে বিশাল অংশ ফাঁপা হয়ে গেছে। যেকোনো মুহূর্তে হোটেল ভবনটি ধসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।# হোটেল সুন্দরবন রক্ষায় ডাম্পিং শুরু# হোটেল সুন্দরবন : বালুর বস্তা দিয়ে ডাম্পিংয়ের সিদ্ধান্ত রাজউকের # বিচ্ছিন্ন হয়নি হোটেল সুন্দরবনের গ্যাস সংযোগ # সেনাবাহিনীর সহায়তা চাইলেন দুই মেয়র ও তাপসএকে/পিআর