ঢাকাই ছবির সুপারলাকি নির্মাতা শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ ছবির শুটিং শুরু হয়েছে আজ (মঙ্গলবার) থেকে। রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে সকাল থেকে ছবির দ্বিতীয় লটের শুটিং চলছে। আগামী ১০ দিন টানা এই ছবির শুটিং চলবে।
Advertisement
নির্মাতা শাহীন সুমন জাগো নিউজকে বলেন, ‘ছবির বড় লটের শুটিং শুরু করেছি আজ থেকে। ঈদুল আজহার পর গানের শুটিং হবে কক্সবাজার। ছবিতে কাস্টিং-এ কিছুটা পরিবর্তন এনেছি। সাইমন যুক্ত হয়েছে। সাইমন মেধাবী অভিনেতা। তার সাথে জুঁটি বেঁধেছে নবাগতা অধরা। অধরার এখন পর্যন্ত কোনো ছবি মুক্তি না পেলেও তার অভিনয় জ্ঞান প্রখর। সব মিলিয়ে ভালো একটি কাজ সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।’
এই ছবি নিয়ে সাইমন বলেন, ‘প্রথমবারের মতো অধরার সাথে কাজ করতে যাচ্ছি। ছবির গল্পটি বেশ দারুণ। আমার চরিত্রের উপস্থাপনাতেও থাকবে নতুনত্ব। বিশেষ করে শাহীন সুমনের নির্মাণে কাজ করার আনন্দ বা তৃপ্তিটাই আলাদা। আশা করছি দর্শক ভালো একটি ছবি উপহার পাবেন।’
অধরা বলেন, ‘সাইমন ভাইয়ের প্রায় সব ছবি আমি দেখেছি। এবার আমাদের জুটির ছবি দর্শকরা উপভোগ করবেন। চেষ্টা করছি নির্মাতার ভাবনা অনুযায়ী নিজেকে উপস্থাপন করতে।’
Advertisement
ছবিটি চলতি বছরেই মুক্তি পাবে জানালেন শাহীন সুমন। ‘মতাল’ ছবিতে সাইমন-অধরা ছাড়াও অরিন, মিশা, জয়রাজ, মঞ্জুর মরশেদ, পারিশা উল্লেখযোগ্য চরিত্রে নিজেদের উপস্থিত করবেন বলে জানালেন পরিচালক।
এনই/এলএ