রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে বালু নদী পর্যন্ত ৩০০ ফুট রাস্তার উভয় পাশে উচ্ছেদ অভিযন চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় অবৈধ পার্কিং করায় ট্রাফিক পুলিশ রেকার লাগিয়ে ১৮ গাড়ি নিয়ে যায়।
মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এর আগে সোমবার একই এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ অবৈধ পার্কিংয়ে কারণে ১২ গাড়ি রেকার লাগিয়ে নিয়ে যায়।
মঙ্গলবারের অভিযানে রাস্তার উভয় পাশের অবৈধ কার পার্কিং ও দোকানসহ প্রায় ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
রাজউকের উচ্ছেদে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মনিরুল হক, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা করে।
এর আগে সোমবার একই স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজউক। ওই সময় বেশ কিছু অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
এমএএস/এএস/এএইচ/এমএস