দেশজুড়ে

দিনমজুরি করে জিপিএ-৫ পেয়েছে সোহেল

দিনমজুরি করে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামের সোহেল রানা। সে উপজেলার কাশিপুর ডিগ্রি মহাবিদ্যালয় কলেজের মানবিক বিভাগ থেকে এ ফল অর্জন করেছে।

অর্থের অভাবে সোহেল কলেজে ভর্তি হতে পারবে কিনা তা নিয়ে শঙ্কায় পড়েছে তার দরিদ্র পরিবার।

সোহেল রানা জানায়, সে নিজে কোনো সময় টিউশনি ও বাবার সঙ্গে দিনমজুরির কাজ করে পড়ালেখার খরচ জোগাড় করেছে। এর আগে উপজেলার গংগারহাট এমএএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে মানবিক বিভাগে জিপিএ- ৪.৮৯ পায় সোহেল। শিক্ষক আর বন্ধুদের সহযোগিতায় এসেছে এতদূর।

সোহেলের বাবা দিনমজুর জহুরুল ইসলাম (৪৮) বলেন, অভাবের সংসারে চার সদস্য। যেদিন কাজ জোটে সেদিন তিনবেলা খেতে পারি। আর কাজ না জুটলে খাবার থাকে না। ধারদেনা করে কোনো রকমে সংসার চলে।

মা শেফালি বেগম (৪০) বলেন, ‘ছেলে-মেয়েক পড়ালেখা করায় আরও দুশ্চিতায় পড়া নাগে বেশি। পড়ালেখা না করলে আজ কামলা-কিষাণ দিয়া খাবার পাইল সোহেল। এলা ছোঁয়া মোর ভালো ফল করছে, এর চেয়ে আনন্দ যেমন তার চেয়ে বাবা-মা হিসেবে কষ্ট অনেক বেশি। ছেলে হামার ইঞ্জিনিয়ার হবার চায়। কটে ভর্তি হবে, টাকা কটে পামো। বাড়ি-ভিটা ৪ শতক ছাড়া আর কিছুই নাই হামার।’

নাজমুল/এমএএস/জেআইএম