জাতীয়

অভিবাসীদের ব্যাপারে আশু পদক্ষেপ কামনা বাংলাদেশের

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ২৯ মে’র বৈঠকে নৌকায় সাগর পাড়ি দেয়া অবৈধ অভিবাসীদের ব্যাপারে বাংলাদেশ আশু পদক্ষেপ কামনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মঙ্গলবার কুয়েতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইয়াদ আমিন মাদানির সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন। ওআইসি’র কাউন্সিল অব ফরেন মিনিস্টারসস (সিএফএম)-এর ৪২তম বৈঠকে যোগদানের জন্য পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার কুয়েতে পৌঁছান। ২৭ ও ২৮ মে এই বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ওআইসি মহাসচিব মুসলিম বিশ্বের শান্তি ও উন্নয়নে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ২০১৪ সালের ৯- ১১ মার্চ বাংলাদেশে তার প্রথম সরকারি সফরের কথা স্মরণ করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ওআইসি মহাসচিব বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি সম্পর্কে মতবিনিময় করেন। ইয়াদ আমিন মাদানি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ওআইসি’র মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও বৃদ্ধির ব্যাপারে তার সমর্থনের কথা জানান। বৈঠককালে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাবউদ্দিন , সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসি’তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি গোলাম মসিহসহ প্রমুখ উপস্থিত ছিলেন। ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ৪২তম অধিবেশনে এশীয় গ্রুপের পক্ষ থেকে আজ আবুল হাসান মাহমুদ আলীর “সন্ত্রাস প্রতিরোধে কার্যকর কৌশল, সহিংস উগ্রবাদ এবং ইসলাম-ফোবিয়া” শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখার কথা রয়েছে।এসএইচএস/আরআইপি