জাতীয়

তামাক নিয়ন্ত্রণে প্রচারণা বন্ধের আহ্বান

তামাক নিয়ন্ত্রণে কর্মরত প্রতিষ্ঠানসমূহ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের আইন সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং তামাকজাত দ্রব্যের প্রচারণা বন্ধে পদক্ষেপ নিতে ঢাকা জেলা প্রশাসনসহ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ  ট্রাস্ট এবং বিসিএইচআরডি’র যৌথ উদ্যোগে আজ মানিকনগর এলাকার একটি কোচিং সেন্টারে মতবিনিময় সভায় বক্তারা এই আহ্বান জানান। তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে সকল ধরনের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কোম্পানিগুলো নানাভাবে আইনভঙ্গ করে বিজ্ঞাপন প্রচার করে আসছে। বর্তমানে বিক্রয়স্থলে বিজ্ঞাপন প্রচারণার ক্ষেত্রে বড় একটি কৌশল। সরকার বিভিন্ন সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে এ সকল বিজ্ঞাপন অপসারণ করলেও কোম্পানিগুলো দোকানিদের নানাভাবে প্রলুব্ধ করে বিক্রয়স্থলে বিজ্ঞাপন প্রদান করছে। সভায় সভাপতিত্ব করেন বিসিএইচআরডি-এর নির্বাহী পরিচালক মাহবুল হক। বক্তব্য রাখেন প্রত্যাশা’র নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম এবং ট্যাব কোসিং সেন্টারের প্রতিষ্ঠাতা এম এ খালেক, ট্রাস্টের সহকারী এডভোকেসি অফিসার শুভ কর্মকার।এসকেডি/আরআইপি