দেশজুড়ে

রায়পুরা উপজেলা যুবলীগের সভাপতি মিলন, আলমগীর সম্পাদক

দীর্ঘ ১২ বছর পর নরসিংদীর রায়পুরা উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মিলন মাস্টার সভাপতি ও আলমগীর সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা সদরের রাজিউদ্দিন আহমেদ রাজু মিলনায়তন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে বক্তারা বলেন, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। আর এরই ধারাবাহিকতায় আগামীতেও জামায়াত-বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে নব উদ্যোমে জেঁগে উঠবে ঐতিহ্যবাহী সংগঠনটি এমনটাই প্রত্যাশা করেন সকলে।উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবির সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য ও শিবপুরের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।বিকাল থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেয়। ওই সময় সমর্থকরা নিজেদের সমর্থিত নেতার ব্যানার-ফেস্টুনের পাশাপাশি বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য হয়ে উঠে সম্মেলন। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিরা দলীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি রাজিউদ্দিন আহমেদ রাজু আগামী তিন বছরের জন্য মিলন মাস্টারকে সভাপতি ও আলমগীর সরকারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত সকলে হাত তুলে ঘোষিত কমিটিকে সমর্থন জানায়।সঞ্জিত সাহা/এআরএ/বিএ