জামালপুরে টানা তিনদিন ধরে চলা বৃষ্টিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শহরের বেশিরভাগ রাস্তাই তলিয়ে গেছে পানির নিচে। চলতি মাস জুড়েই থেমে থেমে বৃষ্টিপাত হলেও, সোমবার ভোর থেকে মাঝারি আর গুড়ি গুড়ি টানা বৃষ্টিপাত চলছে বিরতিহীনভাবে। আর এই বিরতিহীন বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠানগামী মানুষদের গন্তব্যে যেতে হচ্ছে কাকভেজা হয়ে।
অপরদিকে বৃষ্টির কারণে মানুষজন বাসা-বাড়ি থেকে বের হতে না পারায় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানই ক্রেতা শূন্য, ফলে অলস সময় কাটাতে হচ্ছে ব্যবসায়ীদের।
শহরের বঙ্গনূর বস্ত্রালয়ের স্বত্বাধিকারী হাবিবুর রহমান মানিক জানান, দোকানে ক্রেতা নেই বললেই চলে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা যায়না বলেই খোলা রাখতে হচ্ছে।
বৃষ্টির মাঝে জরুরী কাজে যদিও মানুষ বাইরে বের হচ্ছে তাদের শিকার হতে হচ্ছে নানা ভোগান্তির, বিশেষ করে বৃষ্টির কারণে যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় ইজিবাইক এবং রিকশা চালকরা নির্দিষ্ট ভাড়ার চেয়ে দ্বিগুন পরিমাণ ভাড়া চেয়ে বসছে, আর বেকায়দায় পড়া যাত্রীদের দ্বিগুন ভাড়া গুনেই যেতে হচ্ছে গন্তব্যে।
এ ব্যাপারে জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি জাগো নিউজকে জানান, এ বছরের বৃষ্টি বিগত সময়ের চেয়ে অনেক বেশি হচ্ছে বলেই রাস্তাঘাটে পানি জমে যাচ্ছে। তবে দ্রুত পানি নিষ্কাসনের জন্য মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে বৃষ্টির পানি জমে থাকার সমস্যা আর থাকবেনা।
শুভ্র মেহেদী/এমএএস/এমএস