চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে পুনঃনির্বাচনের আদেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি একেএম জহিরুল হক এই আদেশ দেন।
জানা গেছে, গত বছরের ২৮ এপ্রিল ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের নয়টি ভোট কেন্দ্রে সহিংস গোলযোগ হয়। ওই দিন দুুপুরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল করতে গিয়ে নৌকা প্রতীকের আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী শওকত আলী তার বেশ কয়েকজন সঙ্গীসহ অস্ত্রশস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। ঘটনার পর থেকে এই পর্যন্ত ওই ইউনিয়নে চেয়ারম্যানসহ অন্যান্য পদে কাউকে নির্বাচিত করে গেজেট প্রকাশ করেনি নির্বাচন কমিশন।
এমন পরিস্থিতিতে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে পুন:নির্বাচন দাবি করে হাইকোর্টে রিট আবেদন করেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. হুমায়ুন কবির।
এর প্রেক্ষিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আবেদন মঞ্জুর করে এই রায় প্রদান করেন। রিট আবেদনকারীর পক্ষে হাইকোর্টের আইনজীবী মো. মহিবউল্লাহ তানভির বলেন, আদালতের এই আদেশের প্রেক্ষিতে নির্বাচন কমিশন পাইকপাড়া দক্ষিণে ইউনিয়নে পুন:নির্বাচন দিতে আর কোনো বাধা নেই।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জাগো নিউজকে বলেন, এখনও কোনো কাগজপত্র পৌঁছেনি। হাতে পেলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে চাঁদপুরের আলোচিত পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার কারণে স্থগিত ফলাফলের বিষয় জেলা নির্বাচন কর্মকর্তা সরেজমিন তদন্ত করে নির্বাচন কমিশনের প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে হাইকোর্ট এক আদেশে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের আদেশ দিয়েছিলেন।
ইকরাম চৌধুরী/এমএএস/জেআইএম