ঝিনাইদহের কোটচাঁদপুরে চোর সন্দেহে ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই ব্যক্তি গতকল রাত ৩টার দিকে উপজেলার বড়বামুন্দিয়া গ্রামের আমিনুলের বাড়িতে চুরি করতে গেলে হাতনোতে ধরা পড়ে। এরপর এলাকাবাসী তাকে বেধড়ক মারপিট করে। পরে আহত অবস্থায় কোটচাঁদপুর স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব জানান, কোটচাঁদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর