চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মতিন (৩৫) ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টুকে (৩৫) আটক করেছে পুলিশ। এই দুই নেতাকে আটকের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তাদের দেখার জন্য থানায় ভিড় জমায় বিভিন্ন মানুষ।
বুধবার রাতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
পুলিশ জনায়, সারাদেশের ন্যায় জঙ্গি, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ধরার জন্য সরকারিভাবে নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের এসআই সালাউদ্দিন শামিম, এসআই শামিম আহম্মেদ, এএসআই মো. মঞ্জুর আলম গোপন সংবাদের ভিত্তিতে দুই নেতাকে আটক করে থানায় নিয়ে আসেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সারাদেশে বিশেষ অভিযান চলছে। আটকদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট থাকায় পুলিশ তাদেরকে আটক করে।
এফএ/পিআর