দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ যুবকের ঢামেকে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ হয়ে আহত পারভেজ মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে। মৃত পারভেজ সদর উপজেলার চিনাইর গ্রামের উত্তর পাড়ার আউয়াল মিয়ার ছেলে।

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্র জানায়, পারভেজ চিনাইর উত্তর পাড়ার জামতলী মুন্সি মার্কেটে ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসা করতেন।

গত ৭ জুলাই রাতে চাঁদার দাবিতে প্রতিবেশী সিদ্দিক খন্দকারের ছেলে অনিক খন্দকার দুলাল তার চাচাতো ভাই সজল খন্দকারকে নিয়ে পারভেজের উপর হামলা করে। এসময় পারভেজ ডান হাতে গুলিবিদ্ধ হন। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ ঘটনায় পারভেজের বাবা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে পুলিশ এখনও পর্যন্ত ওই মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পারভেজের বাবার দায়ের করা মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রুপান্তরিত হবে। মামলায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আজিজুল সঞ্চয়/এমএএস/পিআর