বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, হাওরবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হলে হাওরবাসীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বিদ্রোহ করার অধিকার রাখেন। আমরাও তাদের সঙ্গে আছি। হাওরবাসীদের ন্যায্য হিস্যা আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।
শুক্রবার দুপুরে হাওর কনভেনশন আহ্বায়ক কমিটির উদ্যোগে নেত্রকোনা পাবলিক হল মিলনায়তনে আয়োজিত কনভেনশনে এসব কথা বলেন সিপিবি সভাপতি।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এবার সরকারের অর্থমন্ত্রী ৪ লাখ কোটি টাকার বাজেট দিয়েছেন। আমরা এই বাজেটের ২০ ভাগ হাওরবাসীর উন্নয়নে বরাদ্দের জন্য দাবি জানাচ্ছি।
তিনি হাওরবাসীদের জীবনমান উন্নয়ন এবং বেঁচে থাকার জন্য সব প্রকার সহযোগিতা দিতে সরকারের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি জলমহালের ইজারা বাতিল করে প্রকৃত জেলেরা যাতে মাছ ধরতে পারে তারও ব্যবস্থা করার দাবি জানান।
দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের সভাপতি প্রবীণ আইনজীবী সাদির উদ্দিন আহমেদ।
হাওর কনভেনশন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি সাইফুল্লাহ হক, বাসদের (মার্কসবাদী) বজলুর রশিদ ফিরোজ, আনোয়ার হোসেন রেজা, লে. কর্নেল (অব.) আব্দুন নূর খান, নেত্রকোনা জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার আনিছুর রহমান প্রমুখ।
কামাল হোসাইন/এএম/পিআর