দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

পাবনার বেড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন রাশেদ কবির নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন বাসযাত্রী।

শুক্রবার রাত ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী সরকার ট্রাভেলস পরিবহনের একটি বাস বেড়া উপজেলার চাকলা ছোন্দহ সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, বাসের চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছেন তারা।

আহত অন্যান্য বাসযাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্য বাসে তুলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ গুরুতর আহত নেই। ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়েছে।

এফএ/জেআইএম