দেশজুড়ে

ঝালকাঠিতে ফলে ফরমালিন পরীক্ষা চলছে

ঝালকাঠির বাজারের ফলের দোকানগুলোতে রয়েছে বাহারি ফলের সমারোহ। তবে এসব ফলে ফরমালিন আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করছে বিএসটিআই কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের কালীবাড়ি রোডের চৌমাথায় কয়েকটি দোকানে ফরমালিন পরীক্ষা করতে দেখা গেছে। বিএসটিআই-এর ফিল্ড অফিসার লিখিল রায় জাগো নিউজকে বলেন, আমরা প্রতিমাসে ১ বার করে বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা শহরে ফরমালিন পরীক্ষা করে থাকি। কয়েকদিন পরে প্রতি সপ্তাহে ১ দিন এসে পরীক্ষা করা হবে। যাতে করে বাজারে কোনো রকমের ফরমালিন মিশ্রিত ফল বিক্রি না হয়। তিনি আরো জানান, ল্যাব সহকারী মাইনুল হাসান পরীক্ষা-নিরীক্ষা করছেন। কয়েকটি দোকানের ফল পরীক্ষা করা হয়েছে তাতে কোনো ফরমালিন পাওয়া যায়নি। ফরমালিন পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না। এই কার্যক্রমের সার্বিক তত্বাবধানে রয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন। এসময় পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।এমজেড/আরআইপি