বন্ধুগণ, আমি আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আসছি রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। আপনাদের সাথে কিছু ইন্টারেস্টিং (মজার) ব্যাপারে আলোচনা করতে। সবার উপস্থিতি একান্তভাবে কাম্য। এই অনুষ্ঠানে আমার সঙ্গে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন।
যাদের কথা শুনলে জীবনে অনেক পরিবর্তন আসতে পারে। অনুরোধ করছি, সবাই আজ সন্ধ্যায় (শনিবার) রবীন্দ্র সরোবরে চলে আসুন।
নিজের ভেরিফায়েড ফ্যান পেজে ৪৪ সেকেন্ডের এই ভিডিও বার্তা পোস্ট করে শনিবার সকালে এমনটা জানান ঢাকাই চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সন্ধ্যায় ধানমন্ডির ওই অনুষ্ঠানে তিনি কী বিষয়ে কথা বলবেন সেটা জানা যায়নি। ধারণা করা যাচ্ছে, অনন্তর সঙ্গে তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষাও উপস্থিত থাকবেন।
২০১০ সালে ঢাকাই ছবিতে অভিষিক্ত হন অনন্ত জলিল। তার অভিনীত ছবিগুলো খোঁজ দ্য সার্চ, হৃদয় ভাঙা ঢেউ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’। এছাড়া অনন্ত জলিল ‘দ্য স্পাই’ ও ‘সৈনিক’ নামে দুটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন অনেক আগেই। এখনও ছবি দুটির কাজ শুরু হয়নি।
এনই/এইচএন/জেআইএম