পার্বত্য খাগড়াছড়ি জেলা সদরের দুর্গম নুনছড়ি হেডম্যান পাড়ায় শিক্ষার আলো বঞ্চিতদের মাঝে প্রাথমিক বিদ্যালয় চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি সেনা রিজিয়নের অর্থায়নে মহালছড়ি জোন এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে।
শনিবার দুপুরে বেলুন উড়িয়ে সদ্য প্রতিষ্ঠিত নুনছড়ি শিশু নিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টির উদ্বোধন করেন মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মো. আব্দুল্লাহ জুনায়েদ।
এসময় মহালছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মঞ্জুর এলাহী, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল আযম ও মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা ছাড়াও নুনছড়ি গ্রামের হেডম্যান-কার্বারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নুনছড়ি শিশু নিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন শেষে মহালছড়ি সেনা জোনের অধিনায়ক অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ জুয়ায়েদ সাংবাদিকদের বলেন, পার্বত্য চটগ্রামে শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করতে কাজ করছে সেনাবাহিনী। সেই পথ ধরেই নুনছড়িতে শিক্ষাবঞ্চিত মানুষের মাঝে শিক্ষার আলো ছড়াতে এগিয়ে এসেছে সেনাবাহিনী।
মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/আরআইপি