দেশজুড়ে

সরকার ভালো কাজ করছে বলেই মন্ত্রিসভায় আছি : চুন্নু

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশ ও জনগণের কল্যাণে ভালো কাজ করছে বলেই সংসদের বিরোধী দল হয়েও জাতীয় পার্টি সরকারের মন্ত্রিসভায় আছে। সরকার জনবিরোধী কাজ করলে জাতীয় পার্টি মন্ত্রিসভায় থাকবে না।

শনিবার বিকেলে কিশোরগঞ্জ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরকারি কর্মচারীদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বৃদ্ধি করেছে। তাই জণগণের প্রতি দায়িত্বশীল হয়ে সততার সঙ্গে কাজ করতে হবে।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মাহবুব-উল-ইসলাম।

শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি মো. আব্দুর রশিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আখতার জামিল, জেলা সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আজমুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ, যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক, কার্যকরী সভাপতি এম এ হান্নান, জেলা কমিটির প্রধান উপদেষ্টা বিলকিস বেগম প্রমুখ।

নূর মোহাম্মদ/আরএআর/এমএস