দেশজুড়ে

রাতের খাবার খাওয়ার সময়ই জবাই হলেন তারা

রাতের খাবার খাওয়া অবস্থায় বান্দরবানে একই পরিবারের ৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে এই ঘটনা ঘটে। বান্দরবার থানা পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বান্দরবানের ক্যামলং এলাকার আব্দুল ঘুনা গ্রামে। দুর্বৃত্তদের হাতে খুন হওয়া ওই ৪ জন হলেন, মো. আমিন (৪৫), সামিরা বেগম (৪০), সৈয়দ নূর (১২) ও জুনায়েদ (৪)। জানা গেছে, আমীন ও সামিরা আপন ভাইবোন। সৈয়দ নূর সামিরার ছেলে ও জুনায়েদ আমীনের ছেলে।স্থানীয়রা জানান, সামিরা বেগমের সঙ্গে তার স্বামীর ১২ বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয়। তখন থেকেই তিনি তার ভাইয়ের সঙ্গে থাকেন। অন্যদিকে আমীন ৩টি বিয়ে করেছেন। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ জাগো নিউজকে বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই পরিবারটি রোহিঙ্গা। তবে ধারণা করা হচ্ছে মো. আমিনের তৃতীয় স্ত্রী এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। সৈকত দাশ/এমজেড/এমএস