যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা বলছেন, সেনাবাহিনী ভুল করে অ্যানথ্রাক্সের জীবন্ত নমুনা দেশটির ৯টি গবেষণাগার ও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা ক্যাম্পের একটি গবেষণাগারে পাঠিয়ে দিয়েছে। কর্মকর্তারা বলছেন গবেষণার জন্য ব্যবহৃত এই নমুনা অকার্যকর থাকার কথা ছিল।অবশ্য একটি বিবৃতিতে বলা হয়েছে গবেষণাগারের কোনও কর্মীর অসুস্থ হয়ে পড়ার কোনও ঘটনা ঘটেনি এতে। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান (সিডিসি) ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে।এআরএস/এমএস