দেশজুড়ে

ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার পেলেন ৪০ কৃষক

শেরপুর সদর উপজেলার ৪০ জন কৃষককে ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার প্রদান করা হয়েছে। কৃষি খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের প্রতিটি পাওয়ার টিলারে মোট দামের শতকরা ৩০ ভাগ আর্থিক সহায়তা দিয়েছে সরকার। ২৯ মে শুক্রবার সকাল ১১টায় শেরপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে হুইপ আতিউর রহমান আতিক কৃষকদের মাঝে এসব পাওয়ার টিলার বিতরণ করেন।পাওয়ার টিলার বিতরণ উপলক্ষে কৃষি অফিসার পিকন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী কৃষকবান্ধব। তাই সরকার কৃষি ও কৃষকের স্বার্থে ভর্তূকি দিয়ে কৃষি উপকরণ কৃষকের নাগালের মধ্যে রেখেছে। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, শেরপুর  সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।    এদিকে, হুইপ আতিউর রহমান আতিক একই অনুষ্ঠানে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ৩৯২ জন নারীর হাতে মাতৃত্বকালীন ভাতার কার্ড তুলে দেন। জেলা মহিলা বিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার শাহরিনা জাহান জানান, সদর উপজেলার ১৪ ইউনিয়নের প্রতিটিতে ২৮ জন করে ৩৯২ জন মা পুষ্টিকর খাবারের জন্য মাসিক ৫০০ টাকা করে দুই বছরে ১২ হাজার টাকা পাবেন।হাকিম বাবুল/এমজেড/পিআর