রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩০টি দুর্লভ প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের বহির্গমন-১ নম্বর গেটে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ট্রলি তল্লাশি করে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার ফরিদ আলম মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্লভ প্রজাতির কচ্ছপগুলো উদ্ধার করা হয়। চোরাকারবারীরা বিদেশে পাচার করার উদ্দেশে কচ্ছপগুলো এনেছিল।তবে এ ঘটনায় তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত কচ্ছপগুলো বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।জেইউ/বিএ/পিআর