রাজনীতি

হাসিনা-মোদি বৈঠক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে : সুরঞ্জিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক দক্ষিণ এশিয়ায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, `বাংলাদেশের পণ্য ভারতে প্রবেশে শুল্কমুক্ত সুবিধার দাবি আমাদের দীর্ঘদিনের। আমি আশা করি এই বিষয়টিরও একটি সুষ্ঠু সমাধান হবে। আগামী দিনে ভৌগোলিক কারণে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় আছি। সেই কারণেও আমরা মনে করি উভয় দেশের জাতীয় স্বার্থপূর্ণ একটি সার্থক সভা হবে।`এএসএস/একে/পিআর