আইসিসির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামালকে চিঠি দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়া। ধন্যবাদ দিয়ে লেখা এ চিঠির ফলে তাদের মধ্যে সম্পর্কটা যে কত মধুর তার প্রমাণ মিললো আবারো। সম্প্রতি ভারতের বোর্ড সভাপতির আমন্ত্রণে আইপিএল ফাইনাল দেখতে গিয়েছিলেন কামাল। তারপর দেশেও ফিরেছেন। ফিরে সাংবাদিকদের সামনে করেছেন ডালমিয়ার প্রশংসা। তবে সবকিছু ছাপিয়ে মধুর সম্পর্কের প্রমাণটা মিললো `ডালমিয়ার ধন্যবাদ চিঠিতে`। আইসিসি ও বিসিবির সাবেক সভাপতিকে আমন্ত্রণ রক্ষার জন্য ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতীয় বোর্ড প্রধান। বিসিসিআই সভাপতির অফিসের প্যাডে আসা চিঠিটি লেখা হয় ২৭ মে। শুক্রবার সেটি মুস্তফা কামালের কাছে এসে পৌঁছায়। মুস্তফা কামাল ছাড়াও বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান, ক্রিকেট সাউথ আফ্রিকার সভাপতি ক্রিস নেনজানি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাতের কাছেও গিয়েছে ভারতীয় বোর্ড সভাপতির এমন চিঠি।এএইচ/এমএস