দেশজুড়ে

চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যদের অভিযোগ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন হাবিবুর রহমান খোকার বিরুদ্ধে অনান্থা প্রস্তাব পাসের জন্যে লিখিত অভিযোগ করা হয়েছে।

সম্প্রতি ওই ইউপির ১০ সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। এদিকে এ ঘটনার জেরে ইউপির সকল কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।

লিখিত অভিযোগ ও ইউপি সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১০ জুলাই সংশ্লিষ্ট ইউনিয়নের নদীভাঙন কবলিত ও বানভাসি ৪০৬টি পরিবারের জন্য ১০ কেজি করে চাল ও ২০০ টাকা করে নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়।

ঘটনার দিন এসব বিতরণের সময় ১০ জন সুবিধাভোগী তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা চাল পায়নি। এ বিষয়ে নানা কথা ছড়িয়ে পড়ে। অপপ্রচারের বিষয়টি চেয়ারম্যানের কানে গেলে তিনি এ বিষয়ে ইউপি সদস্যদের সঙ্গে কথা না বলে তাদের ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন।

একপর্যায়ে চেয়ারম্যানের পেটুয়া বাহিনী ইউপি সদস্যদের গায়ে হাত তোলে। এই ঘটনার জেরে ১০ জন ইউপি সদস্য পরদিন চেয়ারম্যানের প্রতি অনাস্থা এনে গণস্বাক্ষর সংবলিত লিখিত অভিযোগ ইউএনও’র কাছে জমা দেন।

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বুধবার বিকেলে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তের জন্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল আলম খান জানান, নানা কারণে ঘটনার তদন্ত দেরি হয়েছে। তবে খুব তাড়াতাড়ি ঘটনার তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করা হবে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর