রাজনীতি

সংকটের মুখে গণতন্ত্র : মওদুদ

গণতন্ত্র বর্তমানে সংকটের মুখে। এই সংকট থেকে বের হয়ে আসতে হবে। এজন্য জিয়ার আদর্শে দলকে পুর্নগঠন করতে হবে এবং দলের ভীতরে রাজনীতিতে পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।বিএনপির সামনে চ্যালেঞ্জ কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ।তিনি বলেন, দেশি ও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রধান কারিগর হিসেবে জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।শনিবার জিয়াউর রহমানের ৩৪৩ম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে এসব কথা বলেন মওদুদ। এমএম/এআরএস/এমএস