দেশজুড়ে

ভৈরব হাজী আসমত কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হচ্ছে

অবশেষে ভৈরব হাজী আসমত কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হচ্ছে। এই কলেজকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় চালু করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। গত ১২ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে এ বিষয়ে খসড়া প্রস্তত করার জন্য চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ভৈরবসহ আশপাশের এলাকা ও হাওর অঞ্চলের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে উচ্চশিক্ষার সুযোগ প্রসারিত করার লক্ষে এই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

উচ্চ মাধ্যমিক স্তরে হাজী আসমত কলেজ এই অঞ্চলের একটি স্বনামধন্য কলেজ। এছাড়াও কলেজটিতে সাতটি বিষয়ে স্নাতক কোর্স চালু রয়েছে। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত ৭০ বছরের পুরানো এই কলেজটি সরকারিকরণের দাবি ছিল ভৈরববাসীর।

১২.৮৫ একর জমিতে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪ হাজার এবং শিক্ষক রয়েছে ৩৯ জন। সরকার দেশের ২৯৬টি কলেজ সরকারি করলেও আইনি জটিলটায় এই কলেজটি এতদিন সরকারিকরণ করা হয়নি। ফলে ভৈরববাসীর ক্ষোভ ছিল সরকারের প্রতি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ইচ্ছা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী এই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজটি বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করার উদ্যোগ গ্রহণ করায় জিল্লুর রহমানের ছেলে বিসিবি সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মো. সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র ফখরুল আলম আক্কাছসহ অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। আসাদুজ্জামান ফারুক/ এমএএস/পিআর