কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই ছাত্রের নিখোঁজের ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। রিপন চন্দ্র রায় (১৫) নামে এক ছাত্র একমাস থেকে নিখোঁজ রয়েছে।
এর মধ্যেই রিফাত হোসেন জেন্নাত (১৩) নামে অপর এক ছাত্র তিনদিন আগে বাড়ি থেকে বের হয়ে গেলেও আর ফিরে আসেনি। এ ব্যাপারে থানায় জিডি করা হলেও মিলছে না হদিস।
জেন্নাত উপজেলা সদরের চন্দ্রখানা বুদার বান্নি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র । রিপন নাওডাঙ্গা ইউনিয়নের বাদিয়ারটারী গ্রামের রতিকান্ত রায়ের ছেলে। সে নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
জেন্নাতের বাবা জাহাঙ্গীর আলম জানান, গত ৩১ জুলাই বিকেলে উপজেলা সদরের পাঠশালা নামক কোচিং সেন্টারের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার হদিশ পাওয়া যাচ্ছে না। স্থানীয়ভাবে মাইকিং, পরিচিত জনসহ আত্মীয়দের বাড়িতে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। এ ব্যাপারে জেন্নাতের বাবা জাহাঙ্গীর আলম গতকাল বুধবার দুপুরে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
অপর নিখোঁজ শিক্ষার্থী রিপনের বাবা রতিকান্ত রায় জানান, আত্মীয় বাড়ি যাওয়ার কথা বলে সে বের হয়। একমাস ধরে আত্মীয় স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দাকার ফুয়াদ রুহানী জানান, নিখোঁজ স্কুল ছাত্র জেন্নাতের বাবা জাহাঙ্গীর আলম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নাজমুল হোসাইন/এএম/জেআইএম