দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে গণধর্ষণের শিকার কিশোরী, আটক ৪

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাউন্ডারিপাড়া এলাকায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় শুক্রবার রাতে পুলিশ ৪ জনকে আটক করেছেন।আটকরা হলেন, জগন্নাথপুর এলাকার শাহজাহান আলীর ছেলে রুবেল (১৩), ফকিরপাড়া এলাকার জাবেদ আলীর ছেলে জুয়েল আলী (১৪), নায়েব আলীর ছেলে নাজমুল হক (১৬) ও ফকিরপাড়া চানমাড়ীপাড়ার তারা মিয়ার ছেলে আমির হোসেন (১৩)।ধর্ষণের শিকার মেয়েটি জানায়, শুক্রবার বিকেলে শহরের সত্যপীর ব্রিজ এলাকা থেকে বাসার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে একা পেয়ে প্রতিবেশী রুবেল ও তার সহযোগী জুয়েল আলী, নাজমুল হক ও আমির হোসেন মুখ চেপে ধরে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে তারা তাকে হাত পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। এসময় মেয়েটি চিৎকার করলে এলাকার মানুষ ছুটে আসলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় স্থানীয় লোকজন তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসাপাতালে ভর্তি করে। এই অবস্থায় ওই রাতে মেয়েটির জ্ঞান ফিরলে সে তার বাবা-মার কাছে ঘটনাটি খুলে বলে।মেয়েটির বাবা ঘটনার কথা জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটনকে খুলে বললে ওই রাতে চেয়ারম্যানের লোকজন ওই ধর্ষকদের আটক করে পুলিশে সাপোর্দ করেন।শনিবার ধর্ষণের শিকার মেয়েটি ও তার বাব-মাস থানা পুলিশের শরণাপন্ন হন ও ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনার পর পরই পুলিশ ওই ৪জনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।রবিউল এহসান রিপন/এসএস/আরআই