দেশজুড়ে

ঘুমন্ত অবস্থায় অ্যাসিডে ঝলসে গেলেন মা-মেয়ে

নরসিংদীর মনোহরদীতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের উপর অ্যাসিডে ছুড়ে মেরেছেন দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের মধ্যপাড়ায় এলাকায় এই ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, ওই গ্রামের কৃষক আব্দুল মান্নানের স্ত্রী রোকেয়া বেগম (৪৫) ও তার মেয়ে সাবিকুননাহার (২৫) অন্যান্য দিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের উপড় অ্যাসিড ছুড়ে মারেন। এসময় দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ঝলসে যায় মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান। পরে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে।এসময় প্রথমে তাদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎকের পরামর্শে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত অ্যাসিড নিক্ষেপের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।মনোহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করেন। তিনি জাগো নিউজকে বলেন, অ্যাসিড নিক্ষেপের কারণ ও দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তবে কী কারণে এই ঘটনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।পুলিশের অপর একটি সূত্রে জানা যায়, রোকেয়া বেগমের মেয়ে সাবিকুননাহারের দুইটি বিয়ে হয়। গত কয়েক বছর আগে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। ঘটনার পর থেকে তার ডির্ভোস স্বামীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।সঞ্জিত সাহা/এমজেড/আরআই