ব্রাহ্মণবাড়িয়ায় মো. রিয়াদ (২০) নামে এক আসামিকে খুঁজে পাচ্ছে না তার পরিবারের লোকজন। রিয়াদের সন্ধান চেয়ে বুধবার রাতে তার মা ফাতেমা বেগম সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রিয়াদ পৌর শহরের কলেজপাড়া মহল্লার হেলাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ ৪টি মামলা রয়েছে সদর মডেল থানায়।
জিডি সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই বিকেলে আখাউড়া উপজেলার খড়মপুর যাওয়ার কথা বলে কলেজপাড়া মহল্লার বাসা থেকে বের হন রিয়াদ। এদিন আর বাসায় ফিরেননি তিনি। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না মেলায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন পরিবারের লোকজন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রিয়াদের মায়ের করা জিডির প্রেক্ষিতে আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
এর আগে, গত ১৮ জুলাই বাড়ি থেকে নিখোঁজ হওয়া শহরের মেড্ডা এলাকার আরেক শীর্ষ সন্ত্রাসী কামাল হোসেন জীবনের (৩৫) হাত-পা বাঁধা মরদেহ ২১ জুলাই আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের টানমান্দাইল সেতু সংলগ্ন একটি বিল থেকে উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ ও ১৮টি মামলা ছিল সদর মডেল থানার।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম