এলাকায় আধিপথ্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাচুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের (৬০) হাত-পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বনগ্রাম নামকস্থানে তার ওপর হামলা চালানো হয়। আহত আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপথ্য বিস্তার নিয়ে নড়াইলের কালিয়া চাচুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের সঙ্গে একই এলাকার ওবায়দুর রহমানের বিরোধ চলছিল।
এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে লুৎফর রহমান বাড়ি থেকে বের হয়ে বনগ্রাম এলাকায় পৌঁছালে ওবায়দুর রহমানের সমর্থকরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে গুরুতর জখম করে।
কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ বলেন, আহত চাচুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাই।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, চাচুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাড়ি থেকে বের হয়ে বনগ্রম এলাকায় পৌঁছালে তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে অাইনগত ব্যবস্থা নেয়া হবে।
হাফিজুল নিলু/এএম/জেআইএম