দেশজুড়ে

ফেনী গালর্স ক্যাডেট কলেজ কুমিল্লা বোর্ডে তৃতীয়

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে ফেনী গালর্স ক্যাডেট কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অর্জন করেছে। এ প্রতিষ্ঠান থেকে ৫৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই জিপিএ-৫ পেয়েছে।অন্যদিকে, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ স্থান অর্জন করে। এ প্রতিষ্ঠান থেকে ২৩৬জন শিক্ষার্থীর মধ্যে ১৩৮ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে সকলেই উত্তীর্ণ হয়েছে। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বোর্ডে ১১তম স্থান অর্জন করেছে। এখান থেকে ১৭৯জন শিক্ষার্থীর মধ্যে ১৩৮ জন জিপিএ-৫ অর্জন করেছে এবং এ প্রতিষ্ঠানেরও সকলে উত্তীর্ণ হয়েছে।ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে আরো ভালো ফলাফল হতো বলেও তিনি জানান।জহিরুল হক মিলু/এসএস/আরআই