দেশজুড়ে

ভৈরবে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ভৈরব রেলওয়ে স্টেশন থেকে আজ শুক্রবার ভোরে ৩ হাজার পিস ইয়াবাসহ শাহিন মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব র‌্যাব সদস্যরা।

আটক শাহিন আশুগঞ্জের চর চারতলা গ্রামের মজিবুর রহমানের (শুকু মিয়া) ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা শুক্রবার ভোরে তাকে আটক করে।

র‌্যাব জানায়, শাহিন চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তাকে আটকের পর ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।

আসাদুজ্জামান ফারুক/এফএ/পিআর