দেশজুড়ে

ভৈরবে ট্রেনের ধাক্কায় বাসের ৩৫ যাত্রী আহত

কিশোরগঞ্জের ভৈরবে রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার শম্ভুপুর রেল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভৈরব রেলওয়ে সূত্র জানায়, ময়মনসিংহ থেকে লোকাল ট্রেনটি ভৈরব যাচ্ছিল। পথে শম্ভুপুর রেল গেইট এলাকায় ঢাকা-তারাইলগামী একটি বাস রেলক্রসিং পার হওয়ার সময় রেল লাইনে আটকা পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসটির অন্তত ৩৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নূর মোহাম্মদ/আরএআর/এমএস