দেশজুড়ে

নেত্রকোনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদরে শুক্রবার দুপুরে বিএনপির সদস্য সংগ্রহের অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়াকে প্রধান আসামি করে দেড়শ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে শনিবার এএসআই রফিক বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলাটি করেন।

দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়াসহ আটজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় বিএনপির সদস্য সংগ্রহের একটি অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুর্গাপুর সার্কেলের সিনিয়র এএসপি শাহ শিবলী সাদিক, এসআই রফিকুল ইসলাম, কবীর হোসেনসহ ৫ পুলিশ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, যুবলীগ নেতা রমজান আলী, আলম মিয়া, লেলিন, মামুন তালুকদার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, বিএনপি নেতা মঞ্জুরুল হক, যুবদল নেতা ইউসুফ মাহমুদসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।

ঘটনাস্থল থেকে পুলিশ উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়াসহ আটজন নেতাকর্মীকে আটক করে এবং দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কামাল হোসাইন/আরএআর/জেআইএম