টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় দুস্থদের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থের চেক বিতরণ করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
শনিবার সকালে উপজেলার দেউলি ইউনিয়নের টেউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে এসব চেক বিতরণ করেন তিনি।
এ সময় দুস্থ ৪০ জনকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। সেই সঙ্গে বেলা সাড়ে ১১টায় লায়ন্স ক্লাবের উদ্যোগে সরবরাহকৃত ত্রাণ সামগ্রীও বিতরণ করেন প্রতিমন্ত্রী। ৫০০ জনকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদত হোসেন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক লায়ন এম. শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ-জামান খান ও মো. ইলিয়াস মিয়া, ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।
শনিবার বিকেলে প্রতিমন্ত্রী আটিয়া ইউনিয়ন পরিষদে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম