রাজবাড়ীর বালিয়াকান্দিতে র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা আদায়ের পূর্বে চারজনকে আটক করেছে র্যাব-৮ এর একটি অভিযানিক দল। এ সময় ওই প্রতারক চক্রের কাছ থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার, এক জোড়া হ্যান্ডকাপ, ছয়টি মোবাইল, একটি বাঁশি ও নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে ফরিদপুর র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটকরা হলেন- রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গী এলাকার মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে র্যাবের ক্যাপ্টেন পরিচয় দানকারী মো. তৌহিদুল ইসলাম (২১), জেলা সদরের মহিষবাথান এলাকার মো. শহিদুল্লাহ মিয়ার মেয়ে মোছা. রিক্তা খাতুন (২০), গোপিনাথদিয়া এলাকার জালাল উদ্দিনের ছেলে ওয়াসিম আকরাম (২০) ও ফরিদপুর কোতয়ালী থানার ব্যাপারীডাঙ্গী কছিমউদ্দিন এলাকার আব্দুর রব মিয়ার ছেলে সোহেল রানা (২২)।
ফরিদপুর র্যাব-৮ কাম্পের ২নং কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, র্যাব পরিচয়ে বালিয়াকান্দি উপজেলা পরিষদের সামনের সড়কে কয়েকজন প্রতারক চাঁদা আদায়ের পাঁয়তারা করছে- এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ফরিদপুর র্যাব-৮ এর একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই ভুয়া র্যাব সদস্য।
তিনি আরও জানান, আটকদেরকে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে র্যাব বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা করেছে।
রুবেলুর রহমান/আরএআর/জেআইএম